শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ভীষন অসুস্থ হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ভীষন অসুস্থ হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষেদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রনধীর কুমার দেব ভীষণ অসুস্থ। গত কয়েকদিন যাবত তিনি কাশি জনিত রোগে ভুগছেন।

বোরবার সকাল ৯ টার দিকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

রনধীর কুমার দেব’র ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন জানান, গত কয়েকদিন থেকে তিনি কাশি জনিত অসুস্থতায় ভুগছিলেন। তবে বুকে ব্যাথা বা শ্বাসকষ্ট নেই বলে জানান। তিনি তার বাবার আশু সুস্থতার জন্য শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া কামনা করেছেন।