হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

লা লিগার নতুন মৌসুমে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিলেও পরে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রোববার লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করেছে জিদানের শিষ্যরা।

ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের কর্নার কিককে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস।

১-০ তে লিড নেয় রিয়াল মাদ্রিদ।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। যদিও প্রথমার্ধে মাদ্রিদের রক্ষণ ভাঙতে পারেনিলেভান্তের ফরোয়ার্ডরা। ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় জিদানের শিষ্যরাও।

ফলে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেও ওই পরিস্থিতি চলতে থাকে। ৯০ মিনিট পর্যন্ত গোল দিতে পারেনি কোনো দলই।

ম্যাচ শেষের আগে অতিরিক্ত যোগ করা সময়ে লেভান্তের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন করিম বেনজেমা। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এ জয়ে লিগে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জিদানের শিষ্যরা। ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল বেটিস। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদ। আর মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে বার্সা।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল