‘ধোনি একা আর কত করবে’

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

‘ধোনি একা আর কত করবে’

স্পোর্টস ডেস্ক
রোববারের ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স এখনও প্রশ্নবিদ্ধ।

হ্যাটট্রিক পরাজয়ের গ্লানি এখনও কাঁধে বয়েই বেড়াচ্ছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। তার কারণেই ১৩তম আসরে এমন করুণ অবস্থা আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নদের।

এমনটিই মনে করছেন সমর্থকদের কেউ কেউ।

ধোনিবিদ্বেষীরা বলছেন, তার ধীরগতির ব্যাটিংয়ের কারণেই দল হেরেছে। কেউ কেউ বলছেন মিস্টার ফিনিশারের কারিশমা আর নেই। তাকে আইপিএল থেকেও অবসর নেয়া উচিত।

এমন সব তীব্র সমালোচনার মধ্যে ধোনির পাশে দাঁড়িয়েছেন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার।

ধোনিকে নিয়ে এমন সমালোচনায় পাল্টা প্রশ্ন ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝার– ধোনি একা কী করবেন?

স্পোটর্স টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ওঝা বলেছেন, ‘যে কোনো দলীয় খেলায় একজন ব্যক্তি সবকিছু করতে পারে না। একই সঙ্গে নেতৃত্ব দেয়া, ধারাবাহিক রান করে যাওয়া একজনের কাজ নয়। সবার এখানে অবদান রাখতে হবে।’

টি-টোয়েন্টিতে ধোনির রক্ষণাত্মক খেলা প্রসঙ্গে ওঝা যুক্তি দেখান, ‘সানরাইজার্সের বিপক্ষে চেন্নাই যদি শুরুতেই উইকেট না হারাত অথবা কেদার যাদব যদি নিজের খেলাটা খেলে দিয়ে আসতে পারতেন, তা হলে আমার মনে হয় না রশিদ খানের ওভারে এতটা রক্ষণাত্মক খেলত ধোনি। কেননা তখন ধোনির মাথায় উইকেট বাঁচিয়ে রাখার চিন্তাই ছিল।’

ওঝা আরও বলেন, ‘ধোনি যদি তখন নিজের উইকেট হারিয়ে ফেলত, তা হলে রবীন্দ্র জাদেজা ফিফটি করতে পারতেন না। সে এটি করতে পেরেছে কারণ অপরপ্রান্তে ধোনি উইকেট বাঁচিয়ে রেখেছিল। ম্যাচের প্রতিটা পর্যায়ে নিজের সেরাটা দিয়ে খেলে ধোনি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল