বিশ্বকাপ বাছাইপর্বের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

বিশ্বকাপ বাছাইপর্বের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক::
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ১০ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আর এর আগেই দুঃসংবাদ এলো সেলেকাও শিবিরে।

সেই ম্যাচে দলটির সেরা গোলরক্ষক আলিসন বেকারকে পাচ্ছে না ব্রাজিল।

কাঁধের চোটে ছিটকে গেলেন লিভারপুলের এই সেরা প্রহরী।

লিভারপুলের অনুশীলনেই চোট পান আলিসন বেকার।

যে কারণে রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামানো হয়নি তাকে।

ওই ম্যাচের আগে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানান, অনুশীলনে দুর্ভাগ্যক্রমে একটি ঘটনা ঘটে গেছে। দুজন খেলোয়াড় অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি ধাক্কা খাওয়াতে চোটের ঘটনাটি ঘটেছে। একজন সেরে উঠলেও আলিসন পারেননি। চোটটি বেশ গুরুতর। আপাতত তিনি মাঠে নামতে পারছেন না। সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে তাকে। এই সপ্তাহজুড়েই তার অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে।

অর্থাৎ ১০ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ও ১৪ অক্টোবর পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটিতে থাকছেন না আলিসন, এটা নিশ্চিত করেই বলা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল