নারী ফুটবলারদের কারও করোনা নেই, ক্যাম্পে যোগ দিচ্ছেন কাল

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

নারী ফুটবলারদের কারও করোনা নেই, ক্যাম্পে যোগ দিচ্ছেন কাল

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের প্রভাবে ফুটবল খেলা বন্ধ থাকায় বাড়িতে সময় কাটিয়েছেন কলসিন্দুরের জাতীয় নারী ফুটবল দলের সদস্য তহুরা-মারিয়ারা।

দীর্ঘ অবসর কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন মারিয়া-শামসুন্নাহাররা। সেই লক্ষ্যে প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছেন।

ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়ার পর মঙ্গলবার তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের কোচ জুয়েল মিয়া ফুটবলারদের করোনা পরীক্ষা করান।

তিনি জানান, এটি একটি ভালো খবর যে, প্রত্যেক খেলোয়াড় সুস্থ রয়েছে, এতে তাদের ক্যাম্পে যোগ দিতে আর কোনো সমস্যা রইল না।

বাংলার মেসিখ্যাত তহুরা জানান, আল্লাহর কাছে শুকরিয়া আমরা সবাই সুস্থ। আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পের উদ্দেশ্যে কলসিন্দুর ছাড়বেন জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। তবে সিনিয়র টিমের সানজিদা ও শিউলী আজিম থেকে যাবেন বাড়িতে।

এ ব্যাপারে কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও মেয়েদের টিম ম্যানেজার মালা রানী সরকার বলেন, দীর্ঘদিন পর আমাদের মেয়েরা ক্যাম্পে যোগ দিচ্ছে। তারা আবার ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনবে সেই প্রত্যাশা রাখছি– প্রত্যেকের জন্য শুভকামনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল