সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলো কেকেআর।
১৬৭ রানের সহজ পুঁজি নিয়েই জয়ী হয় কলকাতা। আর এই রান গড়ায় আসল অবদান ছিল রাহুল ত্রিপাঠীর।
যে কারণে ম্যাচসেরার পুরস্কারটিও রাহুলের হয়। ৫১ বলে ৮১ রানের ইনিংস খেলেন রাহুল।
পুরস্কারটি নেয়ার সময় গ্যালারি থেকে ভেসে এলো শাহরুখ খানের সেই জনপ্রিয় সংলাপ– ‘রাহুল, নাম তো শুনা হি হোগা।’
ব্লকবাস্টার হিট সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’-এর সংলাপ এটি, যা সিনেপ্রেমীদের মুখে মুখে এখনও শোনা যায়।
দর্শকশূন্য ফাঁকা স্টেডিয়ামে বলি বাদশার সেই সংলাপ স্পষ্ট শোনা গেল।
ম্যাচশেষে অবশ্য এই জয়ের কৃতিত্ব বোলারদেরও দিয়েছেন শাহরুখ।
টুইটে তিনি লেখেন– ‘আমরা কিছু রান কম করেছিলাম; কিন্তু বোলাররা সেই ঘাটতি দারুণভাবে মিটিয়ে দিল। দারুণ খেলেছে কেকেআর। বিশেষ করে বলতেই হবে রাহুল ত্রিপাঠীর কথা। নাম তো শুনেছিলাম, কিন্তু কাজে আরও বেশি কামাল করতে পারে দেখছি।’
বুধবার দীনেশ কার্তিকদের মাত্র ১৬৭ রান পূরণে নেমে ১৫৭ রানেই থেমে যায় ধোনির দল।
টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠীর ৫১ বলে ৮১ রান ছাড়া উল্লেখযোগ্য আর কোনো ইনিংস দেখা যায়নি কেকেআরের।
শুভমান গিল (১১), সুনীল নারিন (১৭), মরগানে (৭) , আন্দ্রে রাসেল (২), অধিনায়ক কার্তিক (১২) ও প্যাট কামিনস ১৭ রানে আউট হন।
শুধু অন্য প্রান্তে দাঁড়িয়ে ব্যাট চালিয়ে গেছেন রাহুল ত্রিপাঠী। তার ৮১ রানের ওপর ভর করেই ১৬৮ রানের টার্গেট ছুড়ে দিতে পারে কলকাতা।
তথ্যসূত্র: আনন্দ বাজার পত্রিকা
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি