সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
স্পোর্টস ডেস্ক
অনেক নাটকের পর বার্সা ছেড়ে এথলেটিকো মাদ্রিদে গেলেন সুয়ারেজ। তাকে সম্মান জানিয়ে বিদায় জানায়নি বার্সা কর্তৃপক্ষ।
এ বিষয়ে বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা চাপা ক্ষোভ নিয়ে বলেছেন, ‘ওরা আমাকে লাথি মেরে বের করে দিয়েছে।’
এরপরও বার্সার প্রতি আবেগ ও ভালোবাসার কোনো কমতি দেখা যায়নি এই উরুগুয়ান স্ট্রাইকারের মধ্যে।
তিনি জানিয়েছেন, বার্সার বিপক্ষে গোল পেলে তা উদযাপন করবেন না। তবে একটি বিশেষ বিষয়ে তার মনযোগ থাকবে।
আগামী ২২ নভেম্বর লা লিগায় এথলেটিকো মাদ্রিদের হয়ে বার্সার বিপক্ষে মাঠে নামবেন সুয়ারেজ। সেই ম্যাচে প্রিয় বন্ধু মেসির বিপক্ষে কেমন খেলবেন সুয়ারেজ – সে কথা ইতিমধ্যে বলাবলি শুরু হয়েছে।
এ বিষয়ে ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেছেন, ‘আমি যদি বার্সেলোনার বিপক্ষে গোল করি, তাহলে আমি চিৎকার করে গোল উৎসবে মাতব না। উন্মত্ত হয়ে যাব না। তবে নিশ্চিতভাবেই কোথাও না কোথাও ঠিকই ইঙ্গিত করব আমি।’
এই ইঙ্গিতের কথা বলে সুয়ারেজ যে বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ ও কোচ কোম্যানের দিকে আঙুল তুলেছেন তা বুঝতে বাকি নেই ফুটবলবোদ্ধাদের।
ইএসপিএনকে বার্সা কর্তৃপক্ষের ওপর নিজের চাপা ক্ষোভ ও অভিমানের বিষয়টি কিছুটা স্পষ্ট করলেন সুয়ারেজ।
তার ভাষ্যে, এভাবে তাকে বিদায় দেয়াটা কাম্য ছিল না।
সুয়ারেজ বলেন, ‘ বার্সা কর্মকর্তাদের ব্যবহার এবং কাজের ধারাটা ঠিক ছিল না। তাদের এমন আচরণ আমাকে ও আমার পরিবারকে দুঃখ দিয়েছে। কোম্যান আমাকে ফোন করার আগে ক্লাবের পক্ষ থেকে কেউ কিছুই বলেনি। কোম্যান আমাকে ফোন করে বলে যে, আমি তার পরিকল্পনায় নেই। অথচ এই তথ্য আমি আরও ১০ দিন আগে মিডিয়া থেকে জেনেছি। অন্তত মিডিয়ায় জানার আগে আমাকে এ বিষয়ে জানাতে পারতেন তারা।’
সুয়ারেজ আরও যোগ করেন, ‘আমি বার্সেলোনায় ৬ বছর কাটিয়েছি। ওই সময়ে ক্লাবকে সব সময় বলতাম, একজন তরুণ ফরোয়ার্ড প্রয়োজন। কিন্তু তারা কখনও এমন কাউকে আনতে পারেনি যে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। ’
তথ্যসূত্র: গোল ডট কম
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি