সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
অনলাইন ডেস্ক
মরুরাজ্য আরব আমিরাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস।
হার মানতে নারাজ শ্রেয়াস আয়ারের দল।
শুক্রবার রাতে শারজায় রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়ে ৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দিল্লি।
সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৫ রানের বড় টার্গেট ছুড়ে দেয় রাজস্থান।
কিন্তু এই পৌনে ২০০ রানের টার্গেট অনায়াসে পার করে দেয় দিল্লি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান করে রাজস্থান। এমন পরিস্থিতিতে বিধ্বংসী ব্যাটিংয়ে দলের সংগ্রহ বাড়িয়ে টেনে তুলেন ক্যারিবীয় হার্ডহিটার সিমরন হেটমায়ার। ২৪ বলে ৪৫ রান করেন হেটমায়ার। দলকে ১৪৯ রানে নিয়ে কার্তিক ত্যাগির বলে আউট হন হেটমায়ার।
বাকি তিন ওভারে অক্ষর প্যাটেল ৮ বলে ১৭ আর হর্ষল প্যাটেলের ১৫ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ গড়ে দিল্লি ক্যাপিটালস।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জস বাটলারকে হারায় রাজস্থান। অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত হন তিনি।
দলীয় ৫৬ রানের মাথায় ১৭ বলে ২৪ রানে আউট হন অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৯ বলে মাত্র ৫ রানে আউট হলে অনেকটাই হতাশ হয়ে পড়ে স্মিথের দল। স্যামসনকে ফেরান স্টইনিস।
একপ্রান্ত থেকে সতীর্থদের আশা যাওয়া দেখছিলেন শস্বী জ্যাসওয়াল। কিন্তু তাকেও ফেরান স্টইনিস।
আউট হওয়ার আগে ওয়ানডে মেজাজে ৩৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।
এরইমধ্যে ১০০ রান করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে বসে রাজস্থান।
রাহুল তিওয়াতিয়া ২৯ বলে ৩৮ রান ছাড়া দিল্লির বোলাদের সামনে আর কেউ দাঁড়াতে পারেনি।
রাবাদার বলে রাহুল তিওয়াতিয়া আউটের পরে বাকি সবাই ক্রিজে আসছেন আর গেছেন।
জফরা আর্চার, এস গোপাল মাত্র ২ রানে ফেরেন। আরুনকে ১ রানে ফেরান সেই রাবাদা। ২ রানে অপরাজিত থাকেন কার্তিক ত্যাগি।
করে দলের পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।
ইনিংসের ২ বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। ফলাফল ৪৬ রানের বড় ব্যবধানে জয় পায় দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের হেয় ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন মার্কাস স্টয়নিস আর রবিচন্দ্রন অশ্বিন।
রাজস্থান রয়্যালসের জফরা আর্চার ৩ উইকেট নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি