২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়াডর্-২০১৯ এর জন্য জুড়ী উপজেলার ৪জনসহ মৌলভীবাজার জেলায় ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন। গত ১৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলা থেকে ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হন। এর মধ্যে জুড়ী উপজেলার চারজন এবং মৌলভীবাজার সদরের একজন।
জুড়ী উপজেলার মনোনীতরা হলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের ইন্দ্রমোহন সূত্রধর-এর মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী, একই ইউনিয়নের কালনীগড় নিবাসী প্রণয় রঞ্জন দাস-এর পুত্র প্রাঞ্জল দাস, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান আজিজি এর পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি এবং একই ইউনিয়নের জায়ফররনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট, জায়ফরনগর গ্রামের বাসিন্দা মতছিন আলী’র পুত্র মোস্তাফিজুর রহমান।
অপরদিকে, মৌলভীবাজার দরগাহ মহল্লাহ এর বাসিন্দা মো. গুলজার হোসাইন খান’র পুত্র, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো. আব্দুল্লাহ মেহবুব খান মনোনীত হন।
এছাড়া ২০১৭ সালে জুড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মাহবুবুল ইসলাম কাজল’র মেয়ে পারিজাত চন্দ্রাননা অর্চি ও আব্দুল জব্বার’র পুত্র মেহেদি হাসান ইমন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছিল।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D