সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ানসের পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ইতিহাসে চেন্নাই একমাত্র দল যারা ১২ আসরের মধ্যে আটবারই ফাইনাল খেলেছে।
এখনও পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে ধোনির দল। চেন্নাইয়ের ধারেকাছেও নেই অন্য কোনো দল।
আর এমন সফলগাঁথা নিয়ে এবারের আইপিএলে প্রথম ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগ টেবিলে একেবারে তলানিতে তারা।
তাতে অবশ্য এতটুকুন দমেনি চেন্নাই ও ধোনির পাড়ভক্তরা। এমনই এক ভক্ত হলেন তামিলনাড়ুর আরাঙ্গুরের বাসিন্দা গোপী কৃষ্ণান ও তার পরিবার।
গোপী কৃষ্ণানের দৃঢ়বিশ্বাস, দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে দাঁড়াবে চেন্নাই। দলকে ফের ফাইনালে নিয়ে যাবেন ধোনি।
এবারও টুর্নামেন্টের দ্বিতীয় অংশে শুভসূচনা করেছে ধোনির চেন্নাই। সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে তারা মঙ্গলবার রাতে।
শুধু এমন অন্ধ বিশ্বাসই করেনি পরিবারটি, চেন্নাই ও ধোনির সমর্থনে রীতিমতো অদ্ভুত এক কাণ্ড করলেন তারা।
নিজের পুরো বাড়ি হলুদ রঙের চাদরে মুড়ে দিয়েছেন গোপী কৃষ্ণানে। একই সঙ্গে বাড়ির দেয়ালে এঁকেছেন চেন্নাইয়ের জার্সি পরা ধোনির একাধিক ছবি ও প্রতিকৃতি।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে গোপী কৃষ্ণানের সেই বাড়ি। দেখলে মনে হয় এটি চেন্নাই সুপার কিংসের অফিস।
শুধু রঙ করে আর ধোনির প্রতিকৃতি এঁকেই ক্ষান্ত হননি গোপী। তিনি তার বাড়ির নাম রেখেছেন ‘হাউস অব ধোনি ফ্যান’।
স্বভাবতই গোপী কৃষ্ণান এবং তার পরিবারের এই কীর্তিতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সুপার ফ্যানের এই কীর্তি শেয়ারও করা হয়েছে।
তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর, টুইটার
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি