২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে। উপজেলার কাঠালতলী, বারইগ্রাম, সুজানগরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের একজন বাণিজ্যিক গ্রাহককে অনুমোদনবিহীন গ্যাস বার্নার ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
জালালাবাদ গ্যাস অফিস সূত্রে জানা গেছে, বড়লেখায় দুই সহস্রাধিক আবাসিক ও দুই শতাধিক বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে। এদের মধ্যে অনেক গ্রাহকের নিকট দীর্ঘদিন ধরে গ্যাস বিল বকেয়া ছিল। স্থানীয় গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া গ্যাস বিল আদায় করতে গিয়ে গ্রাহক কর্তৃক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটে।
এলাকার কিছু অসাধু গ্রাহক অনুমোদনহীন চুলা ও বার্নার ব্যবহার করে আসছিল। অবৈধ গ্যাস সংযোগের গোপন সংবাদ ও বকেয়া বিল আদায়ের জন্য জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গত বুধবার অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ ও বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার সুজানগর ইউনিয়নের বাণিজ্যিক গ্যাস গ্রাহক আব্দুল কবিরের অনমোদনহীন গ্যাস সংযোগ পাওয়া যায়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস মৌলভীবাজারের ব্যবস্থাপক আওলাদ হোসেন, শ্যামা কান্ত চত্রবর্তী, কুলাউড়ার ব্যবস্থাপক আব্দুল ওহাব, মৌলভীবাজারের ডিজিএম রাসেন্দ্র কুমার সিংহ, পুলিশের এসআই ইয়াকুব আলী প্রমুখ।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক (কুলাউড়া) আব্দুল ওহাব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিশেষ অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করে বলেন, একজন বাণিজ্যিক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারী ও বিল খেলাপিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D