সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল।
শুক্রবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।
ম্যাচশেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন গুল। নিজের আবেগকে সংবরণ করতে পারছিলেন না। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অব অনার দেন গুলকে।
যদিও আরও দুটি ম্যাচ শেষে ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন গুল। তবে এদিন সাউদার্ন পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিতভাব বেলুচিস্তানের হারের পর এটিই শেষ ম্যাচ হয়ে গেল গুলের।
উমর গুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে দাপুটে বোলিং করে যাচ্ছিলেন নিয়মিতই। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বেলুচিস্তানের হয়ে ক্ষুরধার বোলিং করে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়েই সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি।
অবশেষে থেমে গেল ৩৬ বছর বয়সী এই পেসারের আগুনঝড়া বোলিং।
শুক্রবার শেষ ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি উমর গুল।
গুলসহ বেলুচিস্তানের বোলারদের ছুড়ে দেয়া টার্গেট ১৬২ রান মাত্র ১০.৩ ওভারে পূরণ করে পাঞ্জাবের বোলাররা।
গুলের ২ ওভার থেকেই ৩৪ রান নিয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১৪ এপ্রিল জন্ম নেয়া উমর গুলের পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয় ২০০৩ সালের ৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে।
এরপর জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে আর ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ডানহাতি এ পেসার শিকার করেন ৪২৭ উইকেট।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন উমর গুল। সেই আসরে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি।
তথ্যসূত্র: ক্রিকবাজ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি