করোনায় প্রথম বদলি ক্রিকেটার নামাল নিউজিল্যান্ড

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

করোনায় প্রথম বদলি ক্রিকেটার নামাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

মহামারী করোনাভাইরাসের কারণে ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ‘কোভিড-১৯ বদলি’। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের দল অকল্যান্ড মার্ক চাপম্যানের বদলি হিসেবে খেলাচ্ছে বেন লিস্টারকে।

সোমবার থেকেই করোনার আলামত দেখা যায় চাপম্যানের শরীরে। নিউজিল্যান্ডের হয়ে ৬টি ওয়ানডে আর ২৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এ ক্রিকেটারের শরীরে আলামত দেখা যাওয়ার পরই করোনা পরীক্ষা করানো হয়। এখনও তার করোনার রিপোর্ট হাতে আসেনি।

মঙ্গলবার এক টুইট বার্তায় অকল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ জানায়, চাপম্যান করোনা নেগেটিভ হলেই খেলায় ফিরতে পারবেন। তার আগ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটসম্যানের বদলি হিসেবে অকল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলবেন পেসার লিস্টার।

মঙ্গলবার ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের ম্যাচটি শুরু হয়। প্রথম ইনিংসে বোলিং করে লিস্টার ৪০ রান খরচ করে শিকার করেছেন এক উইকেট। করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলেই এই ম্যাচের একাদশে ফিরতে পারবেন চাপম্যান।

প্রসঙ্গত, গত জুনে টেস্ট ক্রিকেটে করোনার জন্য বদলি ক্রিকেটার নামানোর অনুমতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল