ফেসবুকে দেখা যাবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ফেসবুকে দেখা যাবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ

স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকো উপলক্ষে বাংলাদেশি ভক্তদের জন্য চালু হল ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপ। বাংলা ও ইংরেজি হোম স্ক্রিন সংবলিত ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপে ভক্তরা উপভোগ করতে পারবেন ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ন্যুক্যাম্পে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি ভক্তরা ইউরোপের সবচেয়ে অভিজাত দুটি ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে পারবেন বিনামূল্যে।

এ সম্পর্কে লা লিগার ভারতীয় উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর হোসে আন্তোনিও চাচাজা বলেন, বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ। আমরা দেখেছি এদেশে লা লিগার ভক্ত অনেক। লা লিগার ফেসবুক পেজে প্রায় ৫০ লাখ ভক্তের সঙ্গে সংযুক্ত হওয়া এবং তাদেরকে ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

এই অ্যাপের মাধ্যমে ভক্তরা শুধু আগের এল ক্লাসিকো ম্যাচগুলোই দেখতে পারবেন তা নয়, তারা ভার্চুয়াল স্টেডিয়াম এবং লা লিগার ২০টি ক্লাব সম্পর্কে মজার সব তথ্য জানতে পারবেন

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow