গায়ে হলুদের সাজে ব্যাটিং, ভাইরাল নারী ক্রিকেটারের ছবি

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

গায়ে হলুদের সাজে ব্যাটিং, ভাইরাল নারী ক্রিকেটারের ছবি

স্পোর্টস ডেস্ক

গত আগস্টে গায়ে হলুদের সাজে মোটরবাইক র‌্যালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ।

দুই মাসের ব্যবধানে আবারও গায়ে হলুদের সাজেই ব্যাটিং করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ঝড় তুলেছেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সানজিদা ইসলাম।

গত শনিবার সানজিদা জীবনসঙ্গী হিসেবে বেঁছে নেন রংপুর বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মীম মোসাদ্দেককে। গায়ে হলুদের পর ছবি তুলতে তারা যান রংপুর স্টেডিয়ামে। সেখানে গিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সানজিদা। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়।

জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২৪ বছর বয়সী এ তারকা ব্যাটার বলেছেন, আসলে এভাবে ছবি তোলার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। আমরা চাচ্ছিলাম স্টেডিয়ামের ভেতরে গিয়ে কাশবনের পাশে দাঁড়িয়ে ছবি তুলব। কিন্তু মাঠে গিয়ে দেখলাম শিশুরা ক্রিকেট খেলছে। তাদের খেলা দেখে মনে হলো অনেক দিন ব্যাট ধরা হয়নি, তাই ওদের কাছ থেকে ব্যাট নিয়ে শ্যাডো করছিলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow