এলপিএলের নিলামে গেইল আফ্রিদি ডু প্লেসি

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

এলপিএলের নিলামে গেইল আফ্রিদি ডু প্লেসি

খেলা ডেস্ক :

দু’দুবার স্থগিত হওয়া লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) মাঠে গড়ানোর কথা আগামী মাসে। এই টি ২০ টুর্নামেন্টের নিলামের জন্য মঙ্গলবার ২৩ জন বিদেশি তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখযোগ্যরা হলেন- ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, শহীদ আফ্রিদি ও কার্লোস ব্রাফেট। এলপিএলে খেলবে পাঁচটি দল। প্রতিটিতে খেলতে পারবেন শ্রীলংকার বাইরের ছয়জন খেলোয়াড়। ক্যারিবীয় টি ২০ বিশেষজ্ঞ গেইল এবং দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে খেলছেন। গেইলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। আর চেন্নাইয়ের খেলোয়াড় ডু প্লেসি।

এলপিএলে সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি। প্রথমে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল গত আগস্টে। করোনা সংক্রমণের জেরে পরে দু’বার পিছিয়ে সেটি করা হয় ১৪ এবং সবশেষে ২১ নভেম্বর।

শ্রীলংকায় পৌঁছার পর বিদেশি ক্রিকেটারদের করোনা প্রোটোকল অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ভেন্যু তিনটি থেকে কমিয়ে আনা হয়েছে দুটিতে (ক্যান্ডি ও হাম্বানটোটা)। ফাইনাল ১৩ ডিসেম্বর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

 


×

Dear Visitor

Welcome to your country

For Regular News Update Follow Our Page.

Follow