সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শুরুটা এভাবে করবে প্রতিযোগিতার ফেভারিট দল রিয়াল মাদ্রিদ, তা ভাবেননি কেউ।
যদিও সময়টা ভালো যাচ্ছে না সার্গেই রামোসদের। কয়েক দিন আগে ১৪ বছর পর লা লিগায় ঠাঁই করে নেয়া কাদিজের কাছে ১-০ তে হেরে যায় মাদ্রিদ।
এবার চ্যাম্পিয়নস লিগে ইউক্রেনীয় ক্লাব শাখতারের কাছে হারলেন জিদানের শিষ্যরা।
বুধবার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে ২-৩ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
যদিও শেষ দিকে রিয়াল সমর্থকরা আশায় ছিলেন ম্যাচটি ড্রয়ের।
তবে ৯১ মিনিটে শাখতারের জালে পাঠানো সমতাসূচক গোলটি অফসাইডের বিচারে বাতিল হয়।
ফেদে ভালভার্দের গোলের পর পরাজয় এড়ানোর উল্লাসে যখন ফেটে পড়ে, তখন রেফারি জানান অফসাইড ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।
এদিন অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল রিয়ালের। যার ফলও টের পেয়েছে পুরো দল।
প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়েন তারা। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তেতের গোলে লিড নেয় শাখতার। লেফটব্যাক করিয়েঙ্কো রিয়ালের ডিফেন্স চিরে ঢুকে পড়েন। বল পাস দেন তেতেকে। মার্সেলো এসে হামলে পড়ার আগেই রিয়ালের জালে বল জড়িয়ে দেন তেতে।
শোধের বদলে ৩৩ মিনিটে গিয়ে আত্মঘাতী হন রিয়ালের রাফায়েল ভারান। শাখতারের মানোর সলোমানোর শট রুখতে গিয়ে গোলকিপার থিবো কোর্তুয়া বেরিয়ে আসেন।
কিন্তু তার আগেই ভারানের খোঁচায় ঢুকে যায় পোস্টে। ৪২ মিনিটে সেই সলোমনই করেন তৃতীয় গোল।
৩-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যান স্প্যানিশ জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধে কতদ্রুত সমতায় ফিরতে পারে সেই অপেক্ষায় টিভি সেটের সামনে হয়তো বসেছিলেন রিয়াল সমর্থকরা।
৫৪ মিনিটে গিয়ে লুকা মদ্রিচ গোল করলে সমর্থকদের সেই অপেক্ষাকে আরও বেগবান করেন। ৬০ মিনিটে ভিনিসিউস জুনিয়র আরও একটি গোল করে ব্যবধান কমিয়ে আশা জাগান রিয়ালের।
৩-২ স্কোরে ৯০ মিনিট শেষ হয়। জয়ের চিন্তা বাদ দিয়ে এখন পয়েন্ট ভাগাভাগি করার জন্য ইনজুরি টাইমে নামে রিয়াল মাদ্রিদ।
সফলও হন জিদানের শিষ্যরা। শাখতারের জালে বল জড়ান ফেদে ভালভার্দ। কিন্তু বল জালে জড়ানোর সময় অফসাইডে ছিলেন ভিনিসিউস জুনিয়র। গোলটি বাতিল হয়ে যায়।
ফলে নিজেদের মাঠে হারের লজ্জাতেই ডুবতে হয়েছে চ্যাম্পিয়নস লিগের সম্রাটদের। ৩-২ গোলে হার দিয়ে শুরু হয়েছে ১৩ বারের বিজয়ীদের আরেকটি চ্যাম্পিয়নস লিগ অভিযাত্রা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি