সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
আর মাত্র এক সপ্তাহ অপেক্ষা, তার পরেই মিলবে মুক্তি। ২২ গড়ে করবেন ব্যাট-বলের রাজত্ব।
আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করেছিল সাকিবের ওপর। তবে সব ধরনের ক্রিকেটে অনুপস্থিত এই লাল-সবুজের ‘সুপার ম্যান’।
এদিকে সাকিবের ফেরা নিয়ে গত বৃহস্পতিবার বিসিবি আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ রাসেল ডমিঙ্গো।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সাকিবের ফেরা নিয়ে কী ভাবছেন?
জবাবে ডমিঙ্গো বলেন, বুধবার তার সঙ্গে কথা বলেছি। ফিটনেস নিয়ে কাজ করছে। দেশের বাইরে আছে। মাঠে ফেরার আগে তার খেলাটা গুরুত্বপূর্ণ। সে মাঠে ফিরেই অলৌকিক কিছু করে ফেলবে না। বছরখানেক সে ক্রিকেটের বাইরে। খেলতে মুখিয়ে আছে। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তাকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি, ২০২১ ক্রিকেট মৌসুমে বাংলাদেশের হয়ে অসাধারণ কিছু করবে সাকিব।
টাইগার হেড কোচ আরও বলেন, ‘আত্মবিশ্বাস ফিরে পেতে তার একটু সময় লাগবে। আমরা জানি সে কী মানের খেলোয়াড়। আশা করি, বাংলাদেশের হয়ে ২০২১ সালটা দুর্দান্ত কাটাবে সে। তবে ফিরতে তার নিজস্ব কিছু উপায় বের করে নিতে হবে।’
গত আগস্টেই শোনা যাচ্ছিল, শ্রীলংকা সফর দিয়ে ফের যাত্রা শুরু করবেন সাকিব। তাকে দ্বিতীয় টেস্টে একাদশে রাখার পরিকল্পনাও ছিল বিসিবির। সে জন্য গেল ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছিলেন সাকিব। প্রায় এক মাসেরও বেশি সময় সেখানে চলেছে রুদ্ধদ্বার অনুশীলন শেষে নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলংকা সিরিজ ও লংকা প্রিমিয়ার লিগে খেলার কোনটিই হলো না। ফের স্ত্রী ও দুই সন্তানের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আশা করছে, মধ্য নভেম্বরে অনুষ্ঠেয় ৫ দলের টি-টোয়েন্টি লিগে পাওয়া যাবে দেশের এই সেরা অলরাউন্ডারকে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি