সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসন। বিশ্বের এই তিন তারকাকে নিয়ে আলাদা আলাদা মন্তব্য করেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট।
অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ প্রসঙ্গে জো রুট বলেছেন, স্মিথের ব্যাটিং দেখতে কখনও কখনও চরম বাজে লাগে। তবে যে কোনো দল তাকে যে কোনো মূল্যে নিতে চাইবে। সে দুর্দান্ত রান সংগ্রাহক। যেভাবে সে খেলাটা নিয়ে ভাবে এবং ম্যাচের বিভিন্ন পর্যায় সামলে নেয়, তা দারুণ। বোলারদের সে বাধ্য করে তার শক্তির জায়গায় বল করতে। তার আত্মবিশ্বাস কতটা প্রবল, তা ফুটে ওঠে তার বল ছাড়ার মানসিকতা দেখে।
স্মিথের প্রশংসা করে জো রুট আরও বলেছেন, সব সময়ই প্রতিপক্ষের ওপর দাপট দেখানোর পথ বের করার চেষ্টা করে স্মিথ। বড় ইনিংস খেলা এবং বড় রানের জন্য তার ক্ষুধাও প্রচণ্ড।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে জো রুট বলেছেন, ক্রিকেটের তিন ফরমেটে এ সময়ে সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে কোহলির রান তাড়ার দক্ষতা এবং ধারাবাহিক পারফর্ম করে যাওয়া অসাধারণ। সে অলরাউন্ড ব্যাটসম্যান। পেস বা স্পিনের কোনো একটিতে তার একটু দুর্বলতা আছে- এমনটি বলার উপায় নেই। সে বিশ্বের সব জায়গায় দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রসঙ্গে জো রুট বলেছেন, উইলিয়ামসন একজন অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যেও সে যেভাবে নিজের ডিফেন্সের ওপর আস্থা রাখে- তা এক কথায় অসাধারণ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি