১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে সাত মাস বন্ধ থাকার পর প্রথম বারের মতো ১০ হাজার বিদেশি নাগরিক সৌদি আরবে পৌঁছেছেন। তবে ওমরাহয়ে অংশ নেয়ার আগে তাদের অবশ্যই তিন দিন আইসোলেশনে থাকতে হবে।দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক ডেপুটিমন্ত্রী আমর আল মাদ্দা এ কথা জানিয়েছেন।
এছাড়া হাজিরা মোট দশ দিন সৌদিতে থাকার অনুমতি পাবেন। আল মাদ্দা জানিয়েছেন, ৫০ বছর বা তার চেয়ে কম বয়সীদের করোনা পরীক্ষা চলমান থাকবে। আর যাদের পরীক্ষায় পজিটিভ পাওয়া যাবে, তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব ভ্রমণ করে থাকেন। মুসলিম ধর্মালম্বীদের এই দুইটি বিধান পালন করতে একই স্থাপনা ভ্রমণ করতে হয়। তবে হজ বছরে একবার অনুষ্ঠিত হয়। তুলনামূলক দীর্ঘ এই ধর্মীয় প্রক্রিয়াটি জীবনে একবার সম্পন্ন করা সামর্থ্যবান মুসলমানদের অবশ্য করণীয়।
গত বছর প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ সৌদি আরবে ওমরাহ পালন করতে যান। মহামারীর আগে মক্কা ও মদীনা নগরীর ১ হাজার তিনশ’র বেশি হোটেলসহ শত শত দোকানপাটে রাত দিন ২৪ ঘণ্টাই মানুষের আনাগোনায় সরগরম ছিল। তবে করোনার কারণে আনাগোনা শূন্যের কোটায় নেমেছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D