সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
স্পোর্টস ডেস্ক
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। ২০১৬ সালে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। জাতীয় দল থেকে অবসরের পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন ধরেই রাজস্থান রয়েলসে খেলেছেন শেন ওয়াটসন। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে নাম লেখান তিনি। প্রথম বছরেই সুপার কিংসের জার্সিতে দারুণ পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রাখেন এই অজি তারকা। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলেন তিনি৷
আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দল চেন্নাই এবারের আসরে প্রথম গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। আইপিএলে নিজেদের শেষ ম্যাচে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে জয় পেলেও মাঠের লড়াইয়ে ছিলেন না ওয়াটসন।
রোববার ম্যাচ শেষ হওয়ার পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়াটসন। আইপিএলে চেন্নাই ফ্রাঞ্চাইজি সুপার কিংসের হয়ে তিন বছর খেলেছেন অজি এই তারকা ক্রিকেটার।
শেন ওয়াটসন জাতীয় দলের হয়ে ৫৯ টেস্ট, ১৯০টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরি আর ৬৭টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১০ হাজার ৯৫০ রান। আর পেস বোলিংয়ে শিকার করেন ২৯১ উইকেট।
ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ৩৪৩ ম্যাচে অংশ নিয়ে ৬টি সেঞ্চুরি আর ৫৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ৮ হাজার ৮২১ রান। আর বল হাতে শিকার করেন ২১৬ উইকেট।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি