মেসির সঙ্গে ম্যানসিটির চুক্তি জানুয়ারিতেই?

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

মেসির সঙ্গে ম্যানসিটির চুক্তি জানুয়ারিতেই?

স্পোর্টস ডেস্ক
আগামী জানুয়ারিতে বিনা ট্রান্সফার ফ্রিতে বার্সার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে চুক্তির প্রস্তাব দেবে ম্যানচেস্টার সিটি। দুই পক্ষ সম্মত হলে তখনই মেসির ম্যানসিটিতে যাওয়া চূড়ান্ত হয়ে যেতে পারে। ডেইলি টেলিগ্রাফ সূত্রে এমনটি জানা যায়।

মহামারী করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়েছে বার্সেলোনা। এ ক্ষতি পুষিয়ে নিতে অন্তত ৩০০ মিলিয়ন ডলার সাশ্রয় করতে চায় স্প্যানিশ ক্লাবটি। এমনটিই জানিয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের পর বার্সেলোনার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকা কার্লস টুসকেট।

আর্থিক এই ক্ষতি পুষিয়ে নিতে ক্লাবটির তারকা ফুটবলার লিওনেল মেসিকেও ছেড়ে দেয়ার পক্ষে বার্সেলোনা। যদিও বার্সেলোনার সদ্য সাবেক হওয়া সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় গত সেপ্টেম্বরেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি।

কিন্তু মেসিকে জানিয়ে দেয়া হয় ক্লাব ছাড়তে হলে বার্সার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ৭০ কোটি ইউরো। এত টাকা না থাকায় বাধ্য হয়েই বার্সেলোনায় আরও এক মৌসুম থেকে যান মেসি।

৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন- ২০২১ সালে চুক্তি শেষ হলে তিনি ক্যাম্প ন্যু ছাড়তে আগ্রহী। ক্লাব ছাড়ার এ আগ্রহ দেখেই মেসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ম্যানসিটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল