আবারও পেছাল শ্রীলংকান প্রিমিয়ার লিগ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

আবারও পেছাল শ্রীলংকান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

মহামারী করোনাভাইরাসের কারণে আবারও পেছাল শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)। দেশটিতে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় শুক্রবার লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ছয় দিন পিছিয়ে ২৭ নভেম্বর শুরু হবে এলপিএল। এ নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

টুর্নামেন্টের ভেন্যুও তিন থেকে একে কমিয়ে আনা হয়েছে। ২৩ ম্যাচের সবই হাম্বানটোটার দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ফাইনাল।

লংকান প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতো তারকাদের।

তবে এলপিএল বারবার পিছিয়ে যাওয়ায় টুর্নামেন্ট শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা, এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এলপিএল হওয়ার কথা ছিল আগস্টে। পরে তা পিছিয়ে যথাক্রমে ১৪ নভেম্বর ও ২১ নভেম্বর শুরুর ঘোষণা দিলেও সিদ্ধান্তে অটল থাকতে পারেনি লংকান বোর্ড। এবারও আশাবাদী তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল