মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস’২০ উদযাপিত

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস’২০ উদযাপিত

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসন, জেলা সমবায় ও সমবায়ীবৃন্দের আয়োজনে এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্টিত হয়।

জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার -৩ আসনের এমপি নেছার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মো: ফজলুর রহমান,সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া,জেলা সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,জনবন্ধু বহুমুখী সমিতির মোঃ মাসুদুর রহমান, সৈয়দ সাইফুর রহমান,বেলাল তালোকদার,রিংকু চক্রবর্ত্তী প্রমুখ।