সিরিজ জয়ে পাকিস্তানের প্রয়োজন ১৩৫ রান

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

সিরিজ জয়ে পাকিস্তানের প্রয়োজন ১৩৫ রান

স্পোর্টস ডেস্ক :::

প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে ট্রফি নিশ্চিত হবে বাবর আজমদের। মঙ্গলবার হবে সিরিজরে শেষ ম্যাচ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক পাকিস্তান।

বোববার রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় জিম্বাবুয়ে।

মাত্র ৩৮ রানে ফেরেন প্রথমসারির তিন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর (৩), অধিনায়ক চামু চিবাবা (১৫) ও শেন উইলিয়ামস (১৩)। উইকেটে থিতু হতে পারেননি সিকান্দার রাজা (৭)। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭০* রান করা ওয়েসলি মাধেভার আজ ফেরেন ২৪ রানে।

পাকিস্তান সফর শেষেই ক্রিকেট থেকে অবসর নেবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যাল্টন চিগুম্বুরা। আগের ম্যাচে অবসরের ঘোষণা দিয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ রান। এই অলারাউন্ডার আজ ফেরেন ১৮ রানে। ১৫ রান করে আউট হন ডোনাল্ড তিরিপানো। ইনিংসের শেষবল পর্যন্ত খেলে যাওয়া রায়ান বুর্লের অপরাজিত ৩২ রানের সুবাদে ৭ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও উসমান কাদির।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল