তামিমকে ছাড়িয়ে যাওয়ার পথে বাবর

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

তামিমকে ছাড়িয়ে যাওয়ার পথে বাবর

স্পোর্টস ডেস্ক :::
বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার পথে পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম।

জিম্বাবুয়ের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং মঙ্গলবার শেষ ম্যাচে আর মাত্র ১২৯ রান করলেই তামিম ইকবালকে ছাড়িয়ে যাবেন বাবর আজম।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৮২ রান করেন বাবর। তার আগে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেন ৭৭* ও ১২৫ রানের দুর্দান্ত ইনিংস।

ফর্মের তুঙ্গে থাকা বাবর আজ দ্বিতীয় এবং মঙ্গলবার তৃতীয় ম্যাচে আর মাত্র ১২৯ রান করলেই তামিমকে ছাড়িয়ে যাবেন। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর সাত ফিফটির সাহায্যে ২৪.০৮ গড়ে করেছেন ১৭৫৮ রান।

অন্যদিকে মাত্র ৪৩ ম্যাচ খেলে ১৫টি ফিফটির সাহায্যে ৫০.৫৩ গড়ে ইতিমধ্যে ১৬৩০ রান করেছেন বাবর। পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান আর মাত্র ৬১ রান করলেই নিজ দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষ তিনে পৌঁছে যাবেন।

পাকিস্তানের হয়ে ১১৫ ম্যাচে সর্বোচ্চ ২ হাজার ৩২৩ রান করে শীর্ষে রয়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। চলতি সিরিজে তিনি দলে জায়গা পাননি। ৯৬ ম্যাচে ২ হাজার ১৮৩ রান করে দ্বিতীয় পজিশনে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। চলতি সিরিজে তিনি খেলছেন। আর ৮৪ ম্যাচ খেলে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া উমর আকমল করেছেন ১৬৯০ রান। আর মাত্র ৬১ রান করলেই বাবর ছাড়িয়ে যাবেন উমর আকমলকে।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ ২ হাজার ৭৯৪ রান করে শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৭৭৩ রান করেছেন ভারতের বর্তমান সেরা ওপেনার রোহিত শর্মা। তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫৩৬ রান করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল