শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে ‘আমরা অগ্রগামী’র পক্ষ থেকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শহরের ভানুগাছ সড়কে পৌরসভার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক চমক দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।

বিশেষ অথিতি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, ট্রাক-ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরু মিয়া, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ট্রাফিক (টিআই) মো. রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মো. আমজাদ হোসেন বাচ্চু, সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে, প্রয়োজন ছাড়াও যানবাহনের চালকরা হরণ বাজায়, যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।