মৌলভীবাজারে জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

মৌলভীবাজারে জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুঃস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণের করেছে জেলা যুবলীগ।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মেয়র চত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার পর মেয়র চত্বরে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করেন অতিথিরা। এরপর অতিথিরা কোর্ট রোডে এক হাজার দুঃস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।