পালকিছড়া চা বাগানে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

পালকিছড়া চা বাগানে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়া চা বাগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ চা শ্রমিক পরিবারের ২৬৫ জন শিশুদের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সু-রক্ষার উপকরণ বিতরণ করা হয়। বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আয়োজনে এসব বিতরণ করা হয়।বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আহবায়ক রেভারেন্ট জন ব্রাইট গাজীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, ইউপি সদস্য সুকরা ভল, অগ্নেষ গমেজ, প্রভোধ রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ১৪ কেজি করে চাল, দেড় কেজি মুসুর ডাল, আধা লিটার তৈল, ৪ কেজি আলু, ১টি লাইফবয় সাবান, ১টি হুইল সাবান, ৮টি মাস্ক ও ১টি ব্যাগ প্রদান করা হয়।