সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
খেলাধুলা : অভিনব তিনটি নিয়ম। যা নাকি বেশ খানিকটা বদলে দিতে পারে বিগ ব্যাশকে। আর এই নিয়ম সফল হলে টি-টোয়েন্টি ক্রিকেটই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বিগ ব্যাশ। এবারের টুর্নামেন্ট থেকেই কার্যকর হবে পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর এবং ব্যাশ বুস্ট- এই ৩ নতুন নিয়ম। নতুন এই তিন নিয়মের ফলে বিগ ব্যাশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।পাওয়ার সার্জ নিয়ম অনুযায়ী, যে দল ব্যাট করবে, সেই দল নিজেদের ইনিংসকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবে। এই নতুন নিয়মে ৬ ওভারের পাওয়ারপ্লেকে দুই ভাগে ভাগ করে নিতে পারে ব্যাটিং দল। আগের নিয়মে প্রথম ৬ ওভার ছিল পাওয়ারপ্লে। পরিবর্তিত নিয়মে তা হবে ৪ ওভারের। পাওয়ারপ্লের বাকি ২ ওভার ১১ ওভারের পরে যে কোনও সময়ে নেওয়া যাবে।দ্বিতীয় নিয়মটি হচ্ছে এক্স ফ্যাক্টর। এই নিয়মে প্রথম ইনিংসের ১০ ওভারের পরে দুই দলই ১২ বা ১৩ নম্বর ক্রিকেটারকে নামাতে পারবে। তবে শর্ত হল এমন একজনকে তুলে নিতে হবে যে তখনও ব্যাট করেনি বা এক ওভারের বেশি বলও করেনি।বিগ ব্যাশে যে দল জেতে, সেই দল পায় ৩ পয়েন্ট। নতুন নিয়মে ৪ পয়েন্ট পাওয়া সম্ভব। জয়ী দল পাবে ৩ পয়েন্ট। ব্যাশ বুস্টের জন্য দেওয়া হবে ১ পয়েন্ট। কীভাবে দেওয়া হবে ব্যাশ বুস্ট পয়েন্ট? ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের শেষে দুটি দলের রান তুলনা করে দেখা হবে। যে দল এগিয়ে থাকবে, সেই দলকেই দেওয়া হবে ব্যাশ বুস্ট পয়েন্ট। নতুন এই তিন নিয়ম চালু করার ফলে বিগ ব্যাশ আরও জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে। বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টেয়ার ডবসন বলেন, এই ধরনের নিয়মের ফলে খেলাটাকে আরও বেশি পছন্দ করবেন ভক্তরা। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি