২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
নিজস্ব প্রতিনিধি ::
২৩ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফজর আলী প্রকাশ বাটনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার পুলিশ। এর আগে ডাকাতকে ধরতে টানা ১৩ দিন ছদ্মবেশে হবিগঞ্জের চুনারুঘাট থানায় অভিযান চালায় পুলিশ।
ফজর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তার নামে হবিগঞ্জ সদর, বাহুবল, আজমীরি, ঢাকা, মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।
১৫ তারিখ রাতে এই ডাকাত সর্দারকে মৌলভীবাজারের এসপি ফারুক আহমদের পরিকল্পনায় মডেল থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেবের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, মৌলভীবাজারে যত ডাকাতি হত তার পেছনে পরিকল্পনায় ছিল ফজর আলী প্রকাশ বুটন। শীত মৌসুমে সাধারণত ডাকাতি বেশি হয়। ডাকাত দলের পরিকল্পনাও থাকে শীত মৌসুমকে ঘিরে। গত বছর শীতে এ রকম ঘটনা জেলায় ঘটেছে। তাই এই বছর শীত আসার আগে থেকেই এই ডাকাত সর্দারকে ধরতে পরিকল্পনা করে পুলিশ।
মৌলভীবাজার সদর থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব জানান, ১৩ দিন ধরে তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। চুনারুঘাট থানার সহযোগিতায় অবশেষে তারে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসপি ফারুক আহমদ জানান, আমরা স্বপ্ন দেখি ডাকাতমুক্ত মৌলভীবাজারের। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে শীত মৌসুমে মৌলভীবাজারে ডাকাতির ঘটনা ঘটে থাকে। গত বছর আমাদের কঠোর নজরদারি এবং জনগণের সঙ্গে কাঁধ মিলিয়ে আমাদের কর্মতৎপরতার কারণে সাতটি থানার মধ্যে ছয়টি থানায় কোনো প্রকার ডাকাতি সংঘটিত হয়নি।
শুধুমাত্র সদর থানায় দুটি ডাকাতি হয়েছিল। করোনার কারণে এবং গত বছর ডাকাতি করতে না পারায় বিভিন্ন গোপন সূত্রে জানা যায় ডাকাতদল এবার শীতের আগমন ঘটতে না ঘটতেই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেজন্য শুরু থেকেই আমরা জোরদার কার্যক্রম পরিচালনা করতে চাই। কিন্তু চাহিদার তুলনায় জনবল ও যানবাহনের ঘাটতি থাকায় ‘পুলিশ-জনতা’ এর যৌথ প্রয়াসে গতবারের ন্যায় আমরা কাজ করে যাব।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D