সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের স্পিনার রবীচন্দ্র অশ্বিন।
বাবরকে মিলিয়ন ডলার ক্রিকেটার বলেছেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের সঙ্গে এক লাইভ আড্ডার বাবর প্রসঙ্গে এমন মন্তব্য করেন।
অশ্বিন বলেন, ‘বাবর দেখতে মিলিয়ন ডলার খেলোয়াড়ের মতো। সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছে। তাকে এমন খেলতে দেখা সত্যিই ভালো লাগে। তার ব্যাটিং চোখে শান্তি এ দেয়। আপনি (ইনজামাম) ওর ব্যাপারে কী ভাবেন?’
জবাবে ইনজামাম বলেন, ‘নিঃসন্দেহে একজন গ্রেট ক্রিকেটার বাবর। আমি মনে করি আরও ভালো খেলতে পারে সে। অবশ্য তার হাতে অনেক সময় রয়েছে। সে মাত্র পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। একজন ব্যাটসম্যান ৭-৮ বছর খেলার পর সেরা ফর্মে পৌঁছায়। সে ক্ষেত্রে এখনও নিজের সেরাটা দিতে বাকি রয়েছে বাবরের।’
এখন পর্যন্ত ২৯টি টেস্ট খেলেছেন বাবর আজম। ৫ সেঞ্চুরি আর ১৫ হাফসেঞ্চুরিতে রান সংগ্রহ করেছেন ২০৪৫।
৭৭ ওয়ানডে খেলে রান করেছেন ৩৫৮০। যেখানে ১২ সেঞ্চুরি ও ১৬ হাফসেঞ্চুরি রয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ৪২ ইনিংসে তার সংগ্রহ ১৬৮১ রান।
তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি