এটিপি ফাইনালসের শেষ চারে নাদাল

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

এটিপি ফাইনালসের শেষ চারে নাদাল

খেলাধুলা : শিরোপাপ্রত্যাশী রাফায়েল নাদাল এটিপি ফাইনালসে গেলোবারের চ্যাম্পিয়ন স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার রাতে লন্ডনে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় শীর্ষ তারকা নাদাল গ্রিক প্রতিপক্ষকে হারান ৬-৪, ৪-৬, ৬-২ গেমে।আজ শনিবার শেষ চারের লড়াইয়ে নাদাল লড়বেন রাশান প্রতিপক্ষ দানিল মেদভেদেভের বিপক্ষে।চলতি টুর্নামেন্টে দানিলের যাত্রাটাও দুর্দান্ত। ‘টোকিও ১৯৭০’ গ্রুপ থেকে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে এসেছেন সেমিফাইনালে।মৌসুম শেষের এই টুর্নামেন্টে শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলে থাকেন। দুই গ্রুপের শীর্ষ চার জনকে নিয়ে হয় সেমিফাইনাল। ‘লন্ডন ২০২০’ গ্রুপ থেকে নাদালের পাশাপাশি শেষ চার নিশ্চিত করেছেন ডমিনিক থিয়েম।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল