২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
খেলাধুলা : বাংলাদেশের ফুটবলার, কোচিং স্টাফ, আরো যারা দলের সঙ্গে কাতারে গিয়েছে তারা সবাই করোনামুক্ত কি না এটাই এখন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের বড় চিন্তা। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এরই মধ্যে কাতার জানিয়ে দিয়েছে কোন মাঠে খেলা হবে, কয়টায় খেলা শুরু হবে ইত্যাদি, যা কিছু প্রয়োজন রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ৪ ডিসেম্বর বাংলাদেশ কাতার ম্যাচ হবে রাজধানী দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। তার আগে সবাইকে করোনা মুক্ত হতে হবে। গতকালও টেষ্ট করা হয়েছে। নমুনা সংগ্রহ করেছে কাতারের লোকজন। বাংলাদেশের ফুটবল দল যেখানে অবস্থান করছে সেখানে গিয়ে নমুন সংগ্রহ করেছে। আজ রেজাল্ট পাওয়া যাবে।বাফুফে আগেই কাতারকে অনুরোধ করেছিল কোয়ারেন্টাইনে থাকাকালে যেন ফিটনেস ধরে রাখতে সুবিধা পাওয়া যায়। এই যেমন সুইমিংপুল ব্যবহার, জিম করতে দেওয়া। গতকাল ফুটবলাররা জিম করেছে। আগের দিনই জিম করতে পারতেন কিন্তু ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন বলে পরশু জিম সেশন বাতিল করা হয়। গতকাল কাতার থেকে পাঠানো ছবিতে দেখা যায় খেলোয়াড়রা জিমে ব্যস্ত। ট্রেডমিল করছেন জামাল ভুইয়া, রায়হান হাসান, তপু বর্মন, সুমন, সাদ উদ্দিন, রহমত মিয়ারা। খেলোয়াড়রা মাঠের অনুশীলনে নামার জন্য ব্যাকুল হয়ে আছেন। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তপু বর্মন জানিয়েছেন দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকলেও আমাদেরকে রুমে বসে যেসব অনুশীলন করতে বলা হয়েছিল আমরা সেগুলো করেছি। আমাদের করোনা টেস্ট করানো হয়েছে। আশা করছি সবার নেগেটিভ ফল আসবে। আমরাও মাঠের অনুশীলনে ঝাঁপাতে পারব।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D