Social Bar

নিউজিল্যান্ড সফরের আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

নিউজিল্যান্ড সফরের আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

স্পোর্টস ডেস্ক

সোমবার নিউজিল্যান্ড সফরের জন্য লাহোর থেকে যাত্রা শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। অথচ সফরের ঠিক আগ মুহুর্তে দুঃসংবাদ পাকিস্তান ক্রিকেট দলে। দেশের অন্যতম সেরা তারকা ওপেনার ফখর জামান জ্বরে আক্রান্ত। যে কারণে তাকে ছাড়াই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক ডা. সোহেল সালেম জানিয়েছেন, শনিবার ফখর জামানের করোনা টেস্ট করানো হয়েছে। তার কোভিড পরীক্ষার রিপোর্ট নেতিবাচক। তবে আজ তার শরীরে জ্বর এসেছে। তার শারীরিক অবস্থার খবর পাওয়া মাত্রই হোটেলের স্কোয়াডের বাকি অংশ থেকে তাকে আলাদা করা হয়েছে। আমরা তার অবস্থার পর্যবেক্ষণ করছি এবং তার দ্রুত পুনরুদ্ধারের জন্য আশাবাদী। তবে ফখর জামান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত নয়।

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News