২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
খেলাধুলা : রেনে ০-১ চেলসি, ২২ মিনিট ১-১, ৮৫ মিনিট ১-২, ৯১ মিনিট (যোগ করা সময়ে) রেনে-চেলসি ম্যাচে শেষ মুহূর্তে বেশ নাটকীয়তা। চেলসির ১-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে ৮৫ মিনিটে সমতায় ফেরে রেনে। নির্ধারিত সময়ের খেলাও শেষ। মনে হচ্ছিল ১–১ গোলের ড্রতেই শেষ হতে যাচ্ছে ম্যাচটি। কিন্তু যোগ করা সময়ে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন বদলি অলিভিয়ের জিরু। ফ্রান্সের এই ফরোয়ার্ডের জয়সূচক গোলেই ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে চলে গেল চেলসি।এর আগে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে রেনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল চেলসি। অ্যাওয়ে ম্যাচটিও আরামে জিততে পারত ইংলিশ ক্লাবটি। যদি না গোল মিস করতেন চেলসির ফরোয়ার্ডরা।কিক অফের ৪ মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগটি মিস করেন টিমো ভের্নার। জার্মান এই ফরোয়ার্ড যে গোলের সুযোগটি নষ্ট করেছেন, পরবর্তী সময়ে ইচ্ছে করলেও এভাবে গোল মিস করতে পারবেন কি না সন্দেহ আছে। ডান প্রান্ত থেকে ক্যালাম হাডসন-ওডোয় গোলমুখে ক্রস করেছিলেন। গোল লাইনের সামনে থেকে ক্রসবার উঁচিয়ে মেরেছেন ভের্নার।ভের্নারকে দিয়ে গোল করাতে পারেননি, কিন্তু ২২ মিনিটে সেই প্রায়শ্চিত্ত করেছেন হাডসন-ওডোয়। নিজেই পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত একটি গোল করেছেন। মিডফিল্ডার ম্যাসন মাউন্ট প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে এরিয়াল থ্রু দেন। সেই বল দুর্দান্ত গতিতে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জালে জড়িয়েছেন হাডসন-ওডোয়। চ্যাম্পিয়নস লিগে এটি ২০ বছর বয়সী ইংলিশ এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার মতো ফুটবল খেলেছে ফরাসি ক্লাবটি। তাদের চাপে চেলসি রক্ষণভাগ তালগোল পাকিয়ে ফেলেছিল। চেলসি লেফটব্যাক বেন চিলওয়েল চাপে পড়ে প্রতিপক্ষ স্ট্রাইকারের পায়ে বল তুলে দেন। কিন্তু সে সুযোগটা কাজে লাগাতে পারেননি রেনে ফরোয়ার্ড।দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে রেনে। ৭৪ মিনিটে কর্নার থেকে গেরজিনো নিয়ামিসের বুলেট গতির হেড দারুণভাবে ঠেকিয়েছেন চেলসি গোলকিপার এডুয়ার্ড মেন্ডি। ৮৫ মিনিটে আর বাধা হয়ে দাঁড়াতে পারেননি এই গোলরক্ষক। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করে রেনেকে সমতায় ফেরান সিরু গিরেসি। যোগ করা সময়ে বদলি জিরু ঝলকে চেলসির মুখে হাসি। টিমো ভের্নারের শট রেনে গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে হেডে গোলটি করেন জিরু, ২-১।এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে চেলসি। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ড নিশ্চিত হলেও চেলসির গোল পোস্টের তালা খুলে গিয়েছে আজ। এর আগের ৩ ম্যাচে কোনো গোল হজম না করা দলটি আজই হজম করেছে প্রথম গোল। সমানসংখ্যক ম্যাচে রেনের পয়েন্ট ১।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D