২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
খেলাধুলা : করোনা পরিস্থিতির জেরে দর্শকবিহীন মাঠে খেলা হবে, আগেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। তাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২৫ হাজার ধারণক্ষমতার গ্যালারি খাঁ খাঁ করেছে।দর্শকদের বসার স্থানে বঙ্গবন্ধু টি ২০ কাপের পাঁচ দলের লোগো সংবলিত বিশাল আকৃতির ব্যানার। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থাকা নির্দিষ্টসংখ্যক অফিশিয়াল, মাঠকর্মী ও সংশ্লিষ্টরা ছাড়া অন্য কারোর মাঠে প্রবেশ নিষেধ। স্টেডিয়ামের বাইরেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। তবে দর্শক ছাড়াই টুর্নামেন্টের উদ্বোধনী দিন রঙিন হয়ে উঠেছিল মাঠের হার্দিক পরিবেশে। প্রেসিডেন্টস বক্সে থেকে উদ্বোধনের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সব মিলিয়ে দারুণ এক টুর্নামেন্টের আভাস দিয়ে শুরু হল বঙ্গবন্ধু টি ২০ কাপ।করোনা পরিস্থিতির কারণে ‘উদ্বোধনী অনুষ্ঠান’ হয়নি। বাউন্ডারি সীমানার পাশে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে পর্দা ওঠে বঙ্গবন্ধু টি ২০ কাপের। একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যেসব কার্যক্রম থাকে তার প্রায় সবই ছিল। শুধু ছিল না দর্শক।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট বলে এটিকে মানছে না বিসিবি। তবে কার্যক্রম, আর্থিক ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমে ফুটে উঠেছে যে, এটা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিকল্প ‘বিপিএল’। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকার উত্তেজনাকর লড়াই জমজমাট টুর্নামেন্টের আভাস দিয়েছে। অন্যতম ফেভারিট ঢাকাকে দুই রানে হারিয়ে আশা জাগানিয়া শুরু করেছে রাজশাহী।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D