২০২৩ বিশ্বকাপে চোখ টেলরের

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

২০২৩ বিশ্বকাপে চোখ টেলরের

খেলাধুলা : আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করার ইচ্ছার কথা আগেও জানিয়েছেন রস টেলর। সেটি আরও একবার ফুটে উঠেছে তার কণ্ঠে। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়েছেন, তার দৃষ্টিসীমানায় আছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।তবে পথটা যে কঠিন, সেটিও উপলব্ধি করছেন তিনি। এবারের মৌসুম শেষে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সঠিক একটি ধারণা পাবেন বলে বছরের শুরুতে জানিয়েছিলেন টেলর। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বদলে গেছে অনেক কিছু। দীর্ঘ সময় মাঠের বাইরে আছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।তবে অনাকাক্সিক্ষত লম্বা এই বিরতি টেলরের জন্য আশীর্বাদ হয়েই এসেছে। নিজেকে নিয়ে নতুন করে ভাবার সময়-সুযোগ হয়েছে তার। ফিরতে পারছেন আরও সতেজ হয়ে।কাল জানালেন, লক্ষ্য স্থির করেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার, ‘স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্য সবারই আছে এবং ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই আমার রাডারে রয়েছে। এর মানে এটা নয় যে, আমি সেখানে খেলতেই পারব, তবে এটা অবশ্যই আমার লক্ষ্যগুলোর একটি।’করোনার ছোবলে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়েছে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল