রোনালদোর হোটেল ব্যবসা এবার ম্যানচেস্টারে

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

রোনালদোর হোটেল ব্যবসা এবার ম্যানচেস্টারে

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বে খ্যাতি পাওয়ার পর হোটেল ব্যবসায় হাত দেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের জন্মভূমি মাদেইরা ও লিসবনে দুটি বিলাসবহুল হোটেল রয়েছে পর্তুগিজ তারকার।

নিউইয়র্ক, মাদ্রিদ, মরক্কো ও প্যারিসে ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের আরও চারটি শাখার নির্মাণ কাজ চলছে।

এবার নিজের আরেক প্রিয় শহর ম্যানচেস্টারে হোটেল ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘চার তারকা-প্লাস’ মানের নতুন একটি ১১তলা হোটেল নির্মাণের অনুমতি পেয়ে গেছেন তিনি। উদ্বোধন হবে ২০২৩ সালে।

ম্যানচেস্টারে হোটেল বানিয়ে সাবেক দুই ম্যানইউ সতীর্থ গ্যারি নেভিল ও রায়ান গিগসের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন রোনালদো। শহরের প্রাণকেন্দ্রে যৌথ মালিকানায় দুটি হোটেল আছে নেভিল ও গিগসের।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল