‘আমার হিরো আর নেই’

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

‘আমার হিরো আর নেই’

স্পোর্টস ডেস্ক

দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবল কিংবদনন্তির প্রয়াণে শোকাহত পুরো বিশ্বের ক্রীড়াবিদ, সংগঠক, বিশ্লেষক ও সর্মথকরা।

ম্যারাডোনার মৃত্যুর পর তার সঙ্গে অতীতে তোলা একটি ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইট করেছেন।

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী টুইট বার্তায় লেখেন, আমার হিরো আর নেই। আমার বিশ্বাস ফুটবল কিংবদন্তি পরপারে শান্তিতে থাকবেন। আপনার জন্যই আমি ফুটবল দেখেছি।

ভারতীয় তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইট বার্তায় লেখেন, ফুটবল বিশ্বের সেরা আইকন ছিলেন ম্যারাডোনা। তার মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত দুঃখের দিন। তার পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই।

বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ আরো অনেক তারকা ক্রিকেটার ম্যারাডোনার মৃত্যুর পর তার ছবি পোষ্ট করে দুঃখ প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাসায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল