নাইনটিতে নার্ভাস পান্ডিয়া

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

নাইনটিতে নার্ভাস পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ম্যাচে সেঞ্চুরির জোরালো সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হার্দিক পান্ডিয়া। ক্রিকেট ক্যারিয়ারে এ নিয়ে দুইবার নার্ভাস নাইনটিতে আউট হলেন ভারতীয় এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছে মিসেল স্টার্কের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পান্ডিয়া। তার আগে ৭৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৯০ রানের ঝড়ো ইনিংস। তার ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখেছিল ভারত।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৫৩ রান করে ভারত। এরপর ৪৮ রানের ব্যবধানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা।

১০১ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের স্বপ্ন দেখান ধাওয়ান-পান্ডিয়া। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান অ্যাডাম জাম্পা। তার বলেই মিসেল স্টার্কের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৮৬ বলে ৭৪ রান করা ওপেনার শিখর ধাওয়ান।

ধাওয়ানের বিদায়ের ঠিক ১৬ রানের ব্যবধানে সেই জাম্পার গুগলিতে বিভ্রান্ত পান্ডিয়া। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। এখন থেকে ঠিক তিন বছর আগে চেন্নাইয়ে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়ে ৮৩ রানে আউট হয়েছিলেন পান্ডিয়া।

টেস্ট ক্রিকেটে এর আগে ২০১৮ সালে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ৯৩ রানে আউট হয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল