২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শনিবার দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে দেশটির লুসাইল স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিলেন জামাল ভূঁইয়ারা।
সে ম্যাচে ০-১ গোলে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ২৪ মিনিটে একমাত্র গোলটি এসেছে স্বাগতিক দলের আবদুল রহমান মোর্শেদের পা থেকে।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মির কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
দুটি ম্যাচে হারের পর ভুলগুলো শুধরে নিতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
তিনি বলেন, ‘কাতারের বিপক্ষে সামনে যে ম্যাচটি আছে, সেখানে আমরা সবাই ভালো খেলার চেষ্টা করব। যে দুটি প্রস্তুতি ম্যাচ খেললাম, সেখানকার ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু করব।’
এই হারের পরও খুশি করোনা আক্রান্ত প্রধান কোচ জেমি ডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেয়া সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
তিনি বলেন, ‘ম্যাচ হারলেও আমাদের জন্য দারুণ এক অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তারা আরেকটু কৌশলী ছিল। আমাদের গোল পাওয়া উচিত ছিল। তবে ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’
বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৪ ডিসেম্বর। ‘ই’ গ্রুপে ফিরতি পর্বের ম্যাচ এটি। গত বছর ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচে ০-২ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D