ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

গ্লেন ফিলিপসের ‘খুনে’ ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে ৭২ রানে জয় পায় ব্লাকক্যাপসরা।

বাই ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারে ৪৯ রান করে সাজঘরে ফেরেন টিম সিপার্ট (১৮)। এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার মার্টিন গাপটিল (৩৪)।

৫৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ১৮৪ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেন ফিলিপস।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ফেরেন ফিলিপস। ৩৭ বলে ৪টি চার ও সমান ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন কনওয়ে। মূলত ফিলিপস ও কনওয়ের দায়িত্বশীল ব্যাটিংয়েই টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ২৩৮ রানের পাহাড় গড়ে ব্লাকক্যাপসরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬/৯ রানে ইনিংস গুটায় ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। এছাড়া ২৬ রান করেন কিমো পাওয়েল। ২৫ রান করেন সিমরন হিটমায়ার। ২০ রান করেন আন্দ্রে ফ্লেচার।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৩৮/৩ (গ্লেন ফিলিপস ১০৮, ডেভন কনওয়ে ৬৫*, গাপটিল ৩৪, সিপার্ট ১৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৬/৯ (পোলার্ড ২৮, পাওয়েল ২৬*, হিটমায়ার ২৫)।
ফল: নিউজিল্যান্ড ৭২ রানে জয়ী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল