বাবর আজমের বিরুদ্ধে অর্থ লোপাট ও ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

বাবর আজমের বিরুদ্ধে অর্থ লোপাট ও ধর্ষণের অভিযোগ

খেলাধুলা :  বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ।পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে চাঞ্চল্যকর এমন অভিযোগ আনলেন পাকিস্তানেরই এক তরুণী। দশ বছর তাকে শারীরিক নির্যাতনও করছেন বলে অভিযোগ তুলেছেন হামিজা মুখতার নামের ঐ তরুণীর।মুলুকে সাংবাদিক সম্মেলন করে চরম অভিযোগ আনলেন সংশ্লিষ্ট তরুণী। জানালেন, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টানা দশ বছর ধর্ষণ করেছেন বাবর আজম। পাশাপাশি তিনি আরো বলেন, আর্থিক সমস্যায় থাকাকালীন বাবরকে অর্থ দিয়ে সাহায্যও করেছিলেন তিনি। তিনি বলেন, বাবর আজম বড় তারকা হওয়ার আগে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। প্রয় ১০ বছর ধরে আমাদের এই সম্পর্ক চলমান ছিল। এই সময়ের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছে। এছাড়া বিয়ের মিথ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। রামিজা আরও জানান, তিনি এবং বাবর আজম ছিলেন স্কুল বন্ধু। একই সঙ্গে পড়া-লেখা করতেন। থাকতেনও তারা কাছাকাছি। যে কারণে তাদের দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালেই রামিজাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। শুধু তাই নয়, কোর্টে বিয়ে করবেন বলে তারা দু’জন নাকি পালিয়েও গিয়েছিলেন।- দ্যা ক্রিকেট ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল