সিরিজ বাঁচানোর ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ছন্নছাড়া ব্যাটিং

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

সিরিজ বাঁচানোর ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ছন্নছাড়া ব্যাটিং

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া করার শঙ্কায় মাঠে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বড় স্কোর গড়তে পারেনি কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭৯ রান করেও ৫ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। রোববার পোর্লে বোল্যান্ড পার্কে কঠিন সমীকরণের ম্যাচে খেলতে নেমে ১৪৬ রানে ইনিংস গুটায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ডি কক। এছাড়া ২৯ রান করেন জর্জ লিন্ডে; ২৫ রান করেন ভেন দার ডুসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল