বৃষ্টিতে ভেসে গেল উইন্ডিজ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

বৃষ্টিতে ভেসে গেল উইন্ডিজ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হল ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বাই ওভালে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল ক্যারিবীয়রা। মগজ ধোলাইয়ের লজ্জা এড়াতে নেমে ১.২ ওভারে দলীয় ১৬ রানে ফেরেন ওপেনার ব্রান্ডন কিং। এরপর মাত্র এক ওভার খেলা হতেই বৃষ্টির বাগড়া।

দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে যায়। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি শেষপর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ব্লাকক্যাপস ম্যাচ রেফারি জ্যাক ক্রো।

সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দেয়। সেই ম্যাচে কায়রন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ১৬ ওভারে ১৮০/৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ডিএল ম্যাথডে ১৬ ওভারে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ম্যাচে গ্লেন ফিলিপসের (১০৮) ঝড়ো সেঞ্চুরিতে ২৩৮/৩ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ১৬৬/৯ রানে ইনিংস গুটায় ক্যারিবীয়রা। ৭২ রানের জয় পায় ব্লাকক্যাপসরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল