১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তনকালে গতকাল ৩০ এপ্রিল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক ওসমানী বিমান বন্দরে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়।
সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফাইটে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বিমান বন্দরে পৌছিলে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশার সর্বস্তরের জনসাধারণ তাকে ফুল দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন।
ভিআইপি লাউঞ্জের বাইরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সব সময় আন্তরিক। দিন দিন বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে বেড়েই চলেছে। প্রবাসীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেশের মাটিতে নিশ্চিত করতে সরকারও আন্তরিক রয়েছে।
এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুুল বাছিত টুটুল, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মইনুল ইসলাম, হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, অধ্যাপক মুহিবুর রহমান, আ’লীগ নেতা মহিব উদ্দিন বাদল, মামুন আহমদ নেওয়াজ, শাহ ছমির উদ্দিন, হাজী আব্দুল মতিন, হাজী এনামুল হক, গৌছ মিয়া, আলতাউর রহমান রুনু, এডভোকেট জসীম উদ্দিন, আব্দুল বাসিত রানা, জুবেদ আহমদ চৌধুরী শিপু, মুহিত হোসেন, আব্দুল মালিক সাইস্তা, সিরাজুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, আবুল হোসেন, বুলবুল আহমদ, জালাল উদ্দিন, জুনেদ আহমদ, হিমাংশু রঞ্জন দাস, সইদুর রহমান, জাহিদুর রহমান সুনাম, মিসবাহ হোসেন চৌধুরী, লুদু মিয়া, সালেহ আহমদ, রায়হান খন্দকার, খসরু মিয়া, টিপু সুলতান, মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, সহিদুজ্জামান, মুজিবুর রহমান, শাহজাহান শাহ, নুরুল ইসলাম পংকি, মিলন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিজন দেব নাথ, ডিএম ফয়সল, আব্দুল আউয়াল কয়েস, জুলহাস আহমদ, পারভেজ আহমদ, যুবলীগ নেতা আশিক আলী, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাসার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিসলু, জালাল আহমদ, নাসির উদ্দিন রিজু, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, গোলাপগঞ্জ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D