২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
খেলাধুলা : বাংলাদেশ-কাতার ম্যাচ কাভার করতে দোহা আসা বাংলাদেশি সংবাদমাধ্যমের জন্য দুঃসংবাদ। ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচ রাজধানী দোহার কাছাকাছি দুহাইলে আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হবে। কিন্তু ম্যাচটা মাঠে গিয়ে কাভার করা যাবে না। খুলবে না প্রেসবক্সের দরজা। এমন খবরই আজ প্রকাশিত হয়েছে দোহার আরবি দৈনিক আলওয়াতানে।কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজক কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দৈনিকটি। এমনকি কাতারের একটি মাত্র টিভি চ্যানেল আলকাস ছাড়া অন্য কোনো দেশি-বিদেশি গণমাধ্যমের কেউ খেলা দেখতে উপস্থিত হতে পারবেন না, বলা হয়েছে ওই খবরে। কোনো অনলাইন সংবাদমাধ্যম, রেডির প্রতিনিধিও যেতে পারবেন না স্টেডিয়ামে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলছেন, ‘আমরাও শুনেছি সাংবাদিকেরা ম্যাচটা প্রেসবক্সে বসে কাভার করতে পারবেন না। সেটাই যদি হয়, এর চেয়ে বেশি হতাশার কিছু নেই।’আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০ ভাগ ব্যবহার করা যাবে দর্শকদের জন্য। আগ্রহীদের অনলাইনে আগে টিকিট কিনতে হবে। আগামীকাল বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। সবার মুঠোফোনে করোনা অ্যাপ ‘এহতেরাজে’–এর সবুজ রং থাকতে হবে এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। সবুজ রঙের অর্থ হলো করোনা নেগেটিভ। সব নিয়ম মেনে কিছু দর্শক দেখতে পারবেন ম্যাচ। তবে সবচেয়ে বড় হতাশা সংবাদমাধ্যমের জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D