২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগে আজ দোহায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
বাংলা টিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
পরিসংখ্যান বলছে, সব দিক দিয়েই এগিয়ে কাতার। ফিফা র্যাংকিংয়ে দু’দলের বিস্তর ব্যবধান। কাতার যেখানে ৫৯, বাংলাদেশ সেখানে ১৮৪। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর সেই আফগানিস্তানকে দোহায় ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতার।
এবার কাতারে গিয়ে স্থানীয় দুটি ক্লাবের কাছেই হেরেছে তারা। তাই দেশটি জাতীয় দলের সঙ্গে কেমন খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা তা অনেকটাই অনুমেয়।
তারপরও ফিরতি লেগের ম্যাচে ভালো করার প্রত্যয় নিয়ে দু’সপ্তাহ আগে কাতার গেছেন জামাল ভূঁইয়ারা।
তাছাড়া প্রস্তুতি ম্যাচে কোচ জেমি ডেকে পায়নি দল। এবার করোনামুক্তির পরই ছেলেদের উৎসাহ দিতে কাতারে পাড়ি জমিয়েছেন জেমি। তার আশা, আজ ডাগআউটে দাঁড়াবেন।
করোনা নেগেটিভ হওয়ার পর বুধবার কাতার গিয়ে ফের কোভিড-১৯ পরীক্ষা করালে ফল নেগেটিভ এসেছে জেমির।
জেমিকে পেয়েও উজ্জীবিত দল। জেমি জানিয়েছেন, শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও সেটা মাথা নত পর্যায়ে নিতে চায় না তার দল। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান। অর্থাৎ ডিভেন্সিভ মুডেই আজ মাঠে নামবে বাংলাদেশে। ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই খুশি বাংলাদেশ।
যে কারণে আজ ৪-১-৪-১ ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে, কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগ। আর এই রক্ষণ সামলাতে গোলপোস্টের সামনে আশরাফুল ইসলাম রানার সঙ্গে রক্ষণভাগে কঠিন পরীক্ষা দিতে হবে তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিনদের। এছাড়া মিডফিল্ড থেকে জামাল ভূঁইয়া এবং মানিক মোল্লাও আজ নিচে নেমে খেলতে পারেন। উদ্দেশ্য একটাই, গোল দিতে না পারলেও হজম করা চলবে না।
এমন পরিকল্পনা অধিনায়ক জামাল ভূইঁয়ার মুখের কথাতেই বোঝা গেল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ কাতার এশিয়া চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে ড্র করতে পারলেই খুশি আমরা। সেজন্য মাঠে সবাই একসঙ্গে কাজ করব। সবাই একসঙ্গে ডিফেন্ড করব। সবাই একসঙ্গে অ্যাটাক করবে। আজ আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না। আমরা সবাই মিলেই একসঙ্গে কাজ করব।’
কাতার সাধারণত ৩-৪-৩ ছকে খেলে থাকে। আক্রমণে একসঙ্গে সাতজন উপরে উঠে এসে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চূড়মার করে দেয়। সে কথা মাথায় রেখেই গোলপোস্টের সামনে প্রাচীর গড়ে তুলবে জামাল ভূইয়ারা।
ম্যাচ প্রসঙ্গে জেমি বলেন, ‘কাতার শক্তিশালী দল। সবাই মনে করছে তারা সহজে জিতবে। ম্যাচটা ছেলেদের জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি শুধু চাই ছেলেরা ভালো খেলুক।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D