বাদ পড়লেও অবসর নেবেন না শোয়েব মালিক

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

বাদ পড়লেও অবসর নেবেন না শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক

এ মুহূর্তে পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। ৩৮ বছর বয়সেও দলের তরুণ ক্রিকেটারদের চাইতে ভালোই পারফরম করছেন তিনি।

বিশেষ করে গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণে দলের অপরিহার্য সদস্য হিসেবে শোয়েব মালিককে দেখা গেছে।

অথচ নিয়মিত পারফরম করে যাওয়া এই ক্রিকেটারকে রাখা হয়নি নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে।

এর আগে নভেম্বরে ঘরে মাঠে দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষেও একাদশে ঠাঁই হয়নি তার।

কেন জাতীয় দল থেকে বাদ পড়েছেন সে কারণ অজানা শোয়েব মালিকের।

এই পাক অলরাউন্ডার এখন লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) জাফনা স্ট্যালিয়েন্সের হয়ে খেলছেন।
সেখান থেকেই ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়ার সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সফরের বিশাল বহরে কেন তার জায়গা হলো না সে বিষয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন।
বলেন, আমি কেন জাতীয় দলে নেই, এটি কেবল প্রধান নির্বাচকই বলতে পারবেন। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাদের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে অবশ্যই আমি নেতিবাচক দিকে যেতে চাই না, ইতিবাচক থাকতে চাই।

উল্লেখ্য, করোনার আগে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে স্কোয়াডে ছিলেন শোয়েব মালিক। ওই সময় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ফিফটি করেছিলেন তিনি। এর পর গত আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে দলে ঠাঁই হয়েছিল শোয়েবের। তবে তিন টি-টোয়েন্টি ম্যাচের কেবল একটি ব্যাটিংয়ের সুযোগ পান, যেখানে ১৪ রান করে আউট হয়ে যান।

প্রায় ২৩ বছর ধরে পেশাদার ক্রিকেটে সক্রিয় শোয়েব মালিক। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় অবসরে যাবেন কিনা, এমন প্রশ্নে এই সাবেক পাক অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি সংস্করণ থেকে এখনই অবসরের কোনো সিদ্ধান্ত নেই আমার। দেখা যাক, সামনের দিনগুলোতে কীভাবে সব কিছু এগোয়।

আপাতত এলপিএলের দিকেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে রেখেছেন তিনি।

শোয়েব বলেন, লংকা প্রিমিয়ার লিগকে দুর্দান্ত সুযোগ বলে মনে করছি। আমার পুরো ফোকাস এই লিগের দিকেই রয়েছে। আসলে আমি যেখানে উপস্থিত নেই, সেদিকে মনোনিবেশ করতে চাই না।

পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে এবং ১১৬ টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন শোয়েব মালিক। ওয়ানডেতে সাড়ে ৭ হাজারের বেশি রান রয়েছে এই অলরাউন্ডারের।
তবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে ৪০৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল